ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সিলেট ঐক্যফ্রন্টের জনসভা শুরু


২৪ অক্টোবর ২০১৮ ২১:২৬

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-জেএসডি-নাগরিক ঐক্যসহ কয়েকটি দলকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইযুম জালালী পঙ্কী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।

দুপুর আড়াইটার পর সমাবেশ মঞ্চে যোগ দেন ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে তারা বক্তব্য রাখবেন। সমাবেশে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন।

আইএমটি