ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


তিতাস গ্যাসের অবৈধ সংযোগ, দুদকের অভিযান


২৪ অক্টোবর ২০১৮ ০২:০৬

ফাইল ফটো

অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ চলার অভিযোগের ভিত্তিতে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক কেন্দ্রে আসা অভিযোগ(হটলাইন-১০৬) ভিত্তিতে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়। অভিযানে পুলিশসহ ছয় সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন।

অভিযানকালে শাহজাদপুর বাসস্ট্যান্ড পার্শ্ববর্তী ফুড প্যালেস নামক একটি রেস্টুরেন্টে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে ১২টি চুলায় গ্যাস চুরি করার প্রমাণ পাওয়া যায়। তিতাস গ্যাস কোম্পানির জোন-৮ (বাড্ডা শিল্প বাণিজ্য) এর আওতাধীন ওই রেস্টেরেন্টে প্রতি ঘন্টায় ৪৯৫ ঘনফুট গ্যাস ব্যবহৃত হচ্ছে যার মাসিক গড়ে ৭০-৮০ হাজার টাকা।

এভাবে রেস্টুরেন্টটিতে বিগত দুই বছরে লক্ষ লক্ষ টাকার গ্যাস চুরি হয়েছে বলে অভিযানকালে জানা যায়। স্থানীয় জনগনের অভিযোগ তিতাস গ্যাসের দুর্নীতিবাজ এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সহযোগীতায় এ দুর্নীতি ঘটেছে। ওই এলাকায় আরও কিছু প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ গ্যাস চুরি হচ্ছে, দুদক টিমের অভিযানে আরও কিছু ঘটনা উদঘাটিত হয়। অভিযানে ফুড প্যালেস রেস্টুরেন্টের সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া দুদক টিমের উপস্থিতিতে তিতাস গ্যাস কতৃপক্ষ কতৃক তাৎক্ষণিকভাবে উক্ত প্রতিষ্ঠানকে পৌনে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, গ্যাস সম্পদ চুরি অর্থনৈতিক অপরাধ। তিতাসের নিয়মিত ভিজিল্যান্সের অভাবে এসব অপরাধ ঘটছে। যারা এসব অপরাধের সহযোগী , দুদক সেসব কর্মকর্তাদের উপর নজরদারী এবং আইনানুগ ব্যবস্থা নেবে।