ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আইএমইআই নাম্বার পরিবর্তনকারী চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার


২৩ অক্টোবর ২০১৮ ২০:৫৫

রাজধানীর গুলিস্তানে অভিযানে চালিয়ে আইএমইআই নাম্বার পরিবর্তনকৃত বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সংঘবদ্ধ চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। তাদের কাছ থেকে ৫৩১ টি মোবাইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল ইমরানুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশে বিভিন্ন সময় জঙ্গি এবং অপরাধী চক্রের সদস্যকে গ্রেপ্তার করার পরে মোবাইলে আইএমইআই নাম্বার পরিবর্তন পাওয়ায় আমরা গোয়েন্দা তৎপরতা শুরু করি। তারই ধারাবাহিকতায় আমরা এই অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে একটি সুত্র জানায়, রাজধানীর গুলিস্তান এলাকায় একদল সঙ্গবদ্ধ দুষ্কৃতিকারী সদস্যরা দীর্ঘদিন যাবত চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন আধুনিক মডেলের অ্যানড্রয়েড মোবাইল সমূহের আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিক্রি করছে।

তিনি জানান, এই সমস্ত আইএমইআই নাম্বার পরিবর্তিত মোবাইল গুলো জঙ্গি, অপহরণ, হত্যা, গুম, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রয় করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন এই কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে নির্দিষ্ট তথ্য আসে।

ইমরান হাসান জানান, গতকাল সোমবার (২২) অক্টোবর সন্ধ্যা ৭ টায় গুলিস্তানের পাতাল মার্কেটে অভিযান চালিয়ে মাসুম লাকুরিয়া নামের একজনকে আইএমইআই নাম্বার পরিবর্তন করা অবস্থায় ডিভাইসসহ হাতে নাতে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে একই দিন রাত ৮টার দিকে গুলিস্থানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেটে দোকানে অভিযান পরিচালনা করে এসব মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

এ সময় অভিযানকৃত দোকানসমূহ- আলী ইলেকট্রনিক্স, সিমলা ইলেকট্রনিক্স, সাকিব ইলেকট্রনিক্স, আজমেরি ইলেকট্রনিক্স, আবির ইলেকট্রনিক্স, সুমাইয়া টেলিকম, ইলেকট্রনিক্স কর্নার, ইলোক কনিক্স কর্নার, আলামিন ইলেকট্রনিক্স, রহমত ইলেকট্রনিক্স এবং সিটি ইলেকট্রনিক্স।

র‍্যাব-৩ এর পরিচালক ইমরানুল হাসান জানান, আসামিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মূলত ছিনতাই ও চোরাইকৃত মোবাইল অল্প দামে ক্রয় করে। মোবাইলের কেসিং, স্কিন, আইএমইআই নাম্বার চেঞ্জ করে দুষ্কৃতিকারীদের কাছে অনেক বেশি দামে বিক্রি করে। আর এর মাধ্যমে আইএমইআই নাম্বার পরিবর্তন করার মাধ্যমে এই মোবাইলের ট্যাগ করা সম্ভব হয় না এবং এই মোবাইল গুলোর কোন রেকর্ড থাকে না।

এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কম্পিউটারের মনিটর, দুটি সিপিইউ, দুটি কিবোর্ড, বিভিন্ন কোম্পানির ৫৩১ টি মোবাইল, ৬টি আইএমইআই নাম্বার পরিবর্তন করা ডিভাইস, একটি রাউটার, ১৫টি ডাটা জব্দ করা হয়।

এসএমএন