ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আদালতে ব্যারিস্টার মইনুল


২৩ অক্টোবর ২০১৮ ১৯:৩০

ছবি ফাইল ফটো

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় ঢাকা মহানগর আদালতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের হাজখানার পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন।

দুপুর সোয়া ১২টায় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে থেকে মঈনুল হোসেনকে আদালতের উদ্দেশে নেয়া হয়। দুপুর ১টার দিকে তাকে বহনকারী ডিবির গাড়িটি আদালত প্রাঙ্গণে পৌঁছায়।

সোমবার রাতে আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রংপুরের দায়ের করা মানমাহির এক মামলায় তাকে গ্রেফতারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

মইনুল হোসেনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানান, আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে নেওয়া হবে।

উল্লেখ্য, সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

আরকেএইচ