ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম’


২৩ অক্টোবর ২০১৮ ১৯:২০

ছবি ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে সে বিষয়ে আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি বলেন, সাইজ ছোট হলেও দুই একজন যুক্ত হতে পারে, বিদ্যমান থাকলেও দুই একজন যুক্ত হতে পারে বলে আমার ধারনা।

গতকাল সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন মন্ত্রিসভার আকারে বড় কোনো পরিবর্তন নাও আনা হতে পারে বলে ইঙ্গিত দেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান মন্ত্রিসভায় সব দলের প্রতিনিধিই আছেন। আর নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।

আরকেএইচ