ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফাঁস হওয়া ফোনালাপে যা বলেলেন মইনুল


২৩ অক্টোবর ২০১৮ ১৭:২৭

ছবি সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মইনুল হোসেনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ফাঁস হওয়া প্রায় আড়াই মিনিটের ওই ফোনালাপে মইনুল হোসেন রব মজুমদারের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাংবাদিক মাসুদা ভাট্টির বিষয়ে কথা বলেন।

ফাঁস হওয়া ফোনালাপের শুরুতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, কি খবর মজুমদার সাহেব? উত্তরে রব মজুমদার বলেন, জ্বি, আসসালামুআলাইকুম স্যার। মইনুল বলেন, জ্বি বলেন। মজুমদার বলেন, কেমন আছেন স্যার, আপনি?

উত্তরে মইনুল বলেন, 'আছি... জেলের ভাত কয়েকদিন খেতে হবে আমাকে। সেজন্য রেডি আছি। 'তখন মজুমদার বলেন, আচ্ছা আচ্ছা।

মাসুদা ভাট্টির বিষয়ে মইনুল বলেন, 'কেস করছে দুইটা আরও নাকি করবে। এই মামলা টামলা দিয়ে এরা... এদের মামলার টামলার নামে রাজনীতিতে আসা উচিত। ঠিক আছে, করুক। সবচেয়ে বড় কথা হলো এই মেয়েটার পক্ষের ৯৫% লোক আমার পক্ষে। প্রথম আলোর একটি সার্ভে হইছে, সেখানে ৯৫% লোক সাপোর্ট মি আর ৫% লোক তার পক্ষে। একটা মেয়েলোক যে এত বাজে হইতে পারে আমি তো জানতাম না।'

মজুমদার বলেন,আপনি নাকি লন্ডন দেখছেন বলে। জবাবে মইনুল বলেন, 'কোথায় চাকরি করে তা জানতাম নাকি। ঘটনাটা আমি এখন শুনতেছি। বাট ঘটনাটা আমি বলছি, আমি রাগ হয়ে বলছি। কিন্তু একটি মেয়ের তো এটা বাড়ানো আর ঠিক না। কারণ আমি সেজন্য তাকে ফোন করে বলছি, দুঃখপ্রকাশ করেছি এবং ক্ষমাও চাইছি। কারণ একটা মেয়ের ব্যাপারে আমার ওভার জেনারেস হতে কোনো অসুবিধা নাই। তাই না। ফলে আমি মাফও চাইছি। এর পরে সে তার তো এই কাজ। এটা তো আমি জানতাম না।' 'ভদ্রমহিলাকে বললাম, আপনি আমাকে প্রভোক করেছেন। আমি তাতে রেগে গেছি। একটি স্লিপ হয়ে গেছে আমার। তারপরও আমি ...দিয়ে বলছি। এখন দেখছি, সে ৯৫ লোকের কাছে বাজে বলে পরিচিত।'

মজুমদার বলেন, আপনি আর কামাল হোসেনকে নাকি লন্ডনে দেখছে তারেকের সঙ্গে মিটিং করতে। এ রকম একটা। জবাবে মইনুল বলেন, 'আমাদের মিটিং আমি তারেকের সঙ্গে মিটিংয়ে যাব কেন? এটি কোথাকার ছাগল? এটা গরু, কাউ না মুরগি?'

এ কথা শুনে মজুমদার হাসতে থাকেন। মইনুল বলেন, 'আমরা তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্যই ড. কামালকে আনছি।'


সম্প্রতি একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি জামায়াতের সাথে তার সম্পৃক্তা থাকা নিয়ে প্রশ্ন করলে তিনি অত্যন্ত বিব্রতবোধ করেন।

মাসুদা ভাট্টির সেই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। সূত্র : আ.স

আরকেএইচ