বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরি করার দায়ে ৩ জনকে কারাদণ্ড

সাভারের হেমায়েতপুরে ট্যানারীর বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরি করার দায়ে রেডেক্স এগ্রোভেট পোল্ট্রি ফিড কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
রোববার (২১ অক্টোবর) সকাল ১১টা হতে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বলে নতুন সময়কে র্যাব হেডকোয়ার্টার্সের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুতুব জামান (৩২), আবদার (৩০), নাজমুল (৩২)।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আরো জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে কুতুব জামান এই কারখানার মালিক এবং এর মধ্যে একজন কারখানার ম্যানেজার রয়েছেন।
এ সময় গ্রেফতারকৃত তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং এই কারখানা থেকে হতে ১৫০ টন পোল্ট্রি ফিড জব্দ করেছে র্যাব।