ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন খায়রুল হাসান


২২ অক্টোবর ২০১৮ ০৪:০৬

সেপ্টেম্বর মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত হয়েছেন নরসিংদী শিবপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল হাসান।

রোববার দুপুরে ডিআইজি ঢাকা রেঞ্জের চৌধুরী আবদুল্লাহ আল-মামুন(পিপিএম) খায়রুল হাসানকে ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া নরসিংদী শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়।

নরসিংদীর মনোহরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাফায়েত হোসেন পলাশ ঢাকা রেঞ্জের মামলা তদন্তে সফল অফিসার এবং শিবপুর মডেল থানায় কর্মরত এসআই মো. আফজাল মিয়া সেপ্টেম্বর মাসে ঢাকা রেঞ্জের সফল মামলা তদন্তকারী অফিসার হিসেবে মনোনীত হয়।