গণমাধ্যমে ‘উপজাতি’ শব্দ ব্যবহারে নির্দেশ

বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার বন্ধ করতে চায় সরকার। এ সংক্রান্ত একটি একটি চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) কাছে পাঠিয়েছেন তথ্য অধিদপ্তর।
ওই চিঠিতে বলা হয়েছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্ত্বা বা নৃ-গোষ্ঠী বলে অভিহিত করার কথা বলা হয়েছে।
ওই সংশোধনীতে বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়কে কোনো অবস্থাতেই ‘উপজাতি’র পরিবর্তে ‘আদিবাসী’ হিসেবে উল্লেখ না করার সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে। তবুও গণমাধ্যমে এখনও এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। যা সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী।
ওই চিঠিতে গণমাধ্যমে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার বন্ধের জন্য জনসংযোগ কর্মকর্তাদের নিজস্ব নির্দেশ দেওয়া হয়।
এসএমএন