ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন


২০ অক্টোবর ২০১৮ ১৬:১২

পবিত্র ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। শুক্রবার (১৯ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের এ সফরে সৌদি যান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিমানবন্দরে তাকে বিদায় জানান।

বিমানে ওঠার আগে মক্কায় জুমার নামাজ পড়েন প্রধানমন্ত্রী। আগের রাতে তিনি ও তার সফরসঙ্গীরা ওমরাহ পালন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

আইএমটি