২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেল ‘বাংলার সমৃদ্ধি’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজটি বীমা কম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২ মার্চ অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় জাহাজটি।
এ সময় জাহাজটিতে দায়িত্বরত প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরে জাহাজটিতে আটকে পড়া ২৮ নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
হামলার পর ক্ষতিপূরণ বাবদ বিদেশি কোম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার দাবি করে মালিকপক্ষ।
বিএসসি কর্তৃপক্ষ জানায়, ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দাবি করা হয়েছিল তা পাওয়া গেছে।
আইকে