রাজধানীতে ৭ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ৬৮০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৩। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-৩ এর মিডিয়ার সিনিয়র সহকারী পরিচালক এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন মুঠোফোনে নতুনসময়কে এসব তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মাদকের বিরুদ্ধে ক্রমাগত অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর ঢাকায় শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ গোয়েন্দা কার্যক্রম শুরু করে।
সাখাওয়াৎ হোসাইন আরো জানান, যার ধারাবাহিকতায় (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় সময় ৩৯ সেগুনবাগিচা (নাভানা সিএনজি সংলগ্ন) করতোয়া কুরিয়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী তানোরের মৃত আজুদ্দিন সরকারের ছেলে মুঞ্জুর আলী (৫২), ফেনী সদর থানাধীন মাঈনুদ্দিনের ছেলে এনামুল হক (৪২), বগুড়া সোনাতলার মৃত হবিবার রহমানের ছেলে আমজাদ হোসেন (৪৮)।
এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রেত নগদ ১৮ হাজার ১৬০ টাকা, ৭টি সেলাই মেশিনের টেবিল, এবং ১টি সাদা পিকআপ ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএ