হজ হেল্পলাইন উদ্বোধন ১২ মার্চ

হজযাত্রীদের সুবিধার্থে হেল্প লাইন চালু করতে যাচ্ছে সরকার। ১৬১৩৬ নম্বরে কল করলে পাওয়া যাবে হজ সংশ্লিষ্ট পরামর্শ। ১২ মার্চ থেকে সেবাটি চালু হবে।
বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এবিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ১২ মার্চ হজ ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন হিসেবে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোড হজ হেল্প লাইন ‘১৬১৩৬’ এর উদ্বোধন করা হবে।
এটি হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের একটি বড় মাইলফলক বলেও উল্লেখ করা হয়।
আইকে