‘বাংলাদেশি পণ্য সৌদি ক্রেতাদের আস্থা অর্জন করেছে’

বাংলাদেশি পণ্য সৌদি আরবের ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সৌদি আরবে সফররত বাণিজ্যমন্ত্রী বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী রিয়াদে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিয়াদে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটওয়ারী এবং বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।
প্রধান অতিথির ভাষণে বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। ৩ কোটি মানুষের দেশ সৌদি আরব, অথচ সে দেশের নাগরিকদের ক্রয়ক্ষমতা অনেক বেশি, যা ১০ কোটি মানুষের সমান।
এ সময় যেকোনো প্রয়োজনে পাশে থাকার জন্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্সসহ দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টিপু মুনশি। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ সৌদি আরবে গত ২০২১-২০২২ অর্থবছরে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা এর আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেশি।
তৈরী পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য নিয়ে বাংলাদেশের ৩০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আইকে