ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দুই নারী জঙ্গির আত্মসমর্পণ


১৮ অক্টোবর ২০১৮ ০৩:৩০

ছবি সংগৃহীত

নরসিংদীর মাধবদীর ছোট গদাইরচর (গাঙপার) মহল্লার সাত তলা বাড়ি থেকে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছেন। এই দুই নারী জঙ্গি হলেন- খাদিজা আক্তার মেঘনা এবং মৌ। মঙ্গলবার থেকে ওই বাড়ির অন্য বাসিন্দাদের বের করে এনে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হচ্ছিল। ৪০ ঘন্টা পর বুধবার দুপুর আড়াইটার দিকে আত্মসমর্পন করেন দুই নারী।

মেঘনা এর আগে ২০১৭ সালে হলি আর্টিজানে হামলার পর র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পেয়ে আবার এই পথেই চলা শুরু করেন।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি এরা জানান, মঙ্গলবার শেখেরচরে যখন অপারেশন গর্ডিয়ান নটে নিহত দুইজনেরও পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আবু আবদুল্লাহ আল বাঙালী ও আকলিমা আক্তার মনি। এই চারজনের মধ্যে মেঘনা, মৌ এবং নিহত মনি তিনজনই রাজধানীর বেসরকারি মানারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া নিহত আবু আবদুল্লাহ আল বাঙালী নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান ছিলেন বলেও তিনি।

সকালে তিনি বলেছিলেন, ‘সোয়াট অপারেশনে না গিয়ে যদি নেগোসিয়েশনের মাধ্যমেই তাদের আত্মসমর্পনে বাধ্য করানো যায় সে চেষ্টাটি চালিয়ে যাবো। যদি সেই ক্ষেত্রে ব্যর্থ হই তাহলে তো এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা রেখে দিতে পারি না সেক্ষেত্রে তো আমরা উপায়ন্তর না থাকলে তখন হয়তো আমরা অপারেশনে অর্থাৎ যে মূল অপারেশনে যাবো।’

সোমবার রাত ৯টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।


আরকেএইচ