ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে ইয়াবাসহ লন্ডন এক্সপ্রেস বাসের চালক গ্রেপ্তার


১৭ অক্টোবর ২০১৮ ০৩:৩২

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ ঢাকা-কক্সবাজার রুটের লন্ডন এক্সপ্রেস বাসের ড্রাইভারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ এর অপারেশন পরিচালক এ্যাডিশনাল এএসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী নতুনসময়কে মুঠো ফোনে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৬ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে এক্সপ্রেস বাসের ড্রাইভারসহ দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শরিয়তপুর নড়িয়ার মৃত মোমিন আলীর ছেলে আবদুল হামিদ (৫৮), কক্সবাজার টেকনাফের হাফিজুল্লাহর ছেলে রেজওয়ান (১৯)।

অপারেশন পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, ১৩ টি পোর্টলায় করে গাড়িতে বিশেষভাবে এই এবার ইয়াবার চালান নিয়ে ঢাকায় প্রবেশ করছিলেন লন্ডন এক্সপ্রেস গাড়ির ড্রাইভার। আমাদের কাছে গোপন তথ্য থাকায় আমরা যাত্রাবাড়ী গোলাপবাগ অবস্থান নিয়ে গাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাসের বিশেষ স্থানে রাখা ইয়াবার চালান উদ্ধার করি।

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রিত নগদ ৩১ হাজার টাকাসহ ৩টি মোবাইল জব্দ করা হয়।

এমএ