দুই জঙ্গি আস্তানায় অভিযান শুরু

নরসিংদীর মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুই বাড়িতে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং দেন। ব্রিফিং শেষে সিটিটিসি ইউনিটসহ পাঁচটি দল নিয়ে অভিযান শুরু করেন তিনি।
ব্রিফিংকালে মনিরুল ইসলাম বলেন, 'আমরা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হয়েছি এখানে একাধিক জঙ্গি বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছেন। জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার জন্য আশপাশের লোকজনকে সরিয়ে নিয়েছি। অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সোয়াট টিম অভিযান শুরু করবে। আমরা প্রথমে তাদেরকে আত্মসমপর্ণে বাধ্য করার চেষ্টা করবো। তা না হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল ১০টায় নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিনের নেতৃত্বে জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমানসহ চিকিৎসকদের একটি দল অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। একই সময় ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে প্রবেশ করেছে ঢাকা থেকে আসা সোয়াতের একটি দল। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড়ে কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে ঢুকে ভাড়াটিয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে একটি ভবনও জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান শেষে সেখানে অভিযান শুরু হবে বলে জানা গেছে। দুটি বাড়িতে নারী-পুরুষসহ অন্তত পাঁচ জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের।
আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে ভবনটিতে গত ছয় মাস আগে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজ ভূঁইয়া নামে এক ব্যক্তি ভাড়া নেয়।
ভবনটিতে জঙ্গি কর্মকাণ্ড চলছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতর থেকে লাইট বন্ধ করে দেয়।
আরকেএইচ