আবার পেছাল সালাহউদ্দিনের মামলার রায়

ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের রায়ের দিন আরেক দফা পিছিয়েছে। এই রায়ের দিন ৯ নভেম্বর ধার্য করা হয়েছে। মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে বিএনপি নেতার।
সোমবার মেঘালয়ের রাজধানী শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খারশিংয়ের আদালত রায়ের নতুন এ তারিখ ঠিক করেন।
মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২৫ জুন। এরপর রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হলেও তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।
নির্ধারিত দিনে বিচারক উপস্থিত না হওয়ায় রায় ঘোষণার দিন পিছিয়ে ১৫ অক্টোবর ধার্য করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো এ মামলার রায় ঘোষণার তারিখ পেছাল।
২০১৫ সালে বিএনপির সরকার পতনের আন্দোলন চলাকালে নিখোঁজ হন তিনি। পরে তাকে ওই বছরের মাঝামাঝি সময়ে পাওয়া যায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের শিলংয়ে। ২০১৫ সালের ১১ মে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে মেঘালয়ের শিলং পুলিশ।
সরকারি কৌঁসুলি আইসি ঝাঁ জানান, সালাহউদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। এ বিষয়ে সব তথ্যপ্রমাণ আদালতের কাছে হাজির করা হয়েছে।
অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের আইনজীবী এসপি মোহন্ত বলেন, তিনি কীভাবে ভারতে এসেছেন তা আদালতে উপস্থাপন করা হয়েছে। তাকে কে বা কারা বাংলাদেশ থেকে তুলে নিয়েছিল, এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে রয়েছে। তাই তিনি মনে করেন, এ মামলায় সালাহউদ্দিন আহমেদ খালাস পাবেন।
প্রায় সাড়ে ৩ বছর বিচার চলার পর এই মামলার রায় ঘোষণা করা হচ্ছে।
এসএমএন