ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ওমরা পালনে মঙ্গলবার সৌদি যাবেন প্রধানমন্ত্রী


১৫ অক্টোবর ২০১৮ ০৭:৩২

ফাইল ফটো

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার (১৬ অক্টোবর) সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন।

রোববার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় বায়তুল্লাহ জিয়ারত করবেন, পরে মদিনায় যাবেন পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করবেন।

ওমরা পালন শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে গত বছরের মে মাসে ওমরা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএ