ওমরা পালনে মঙ্গলবার সৌদি যাবেন প্রধানমন্ত্রী

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার (১৬ অক্টোবর) সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন।
রোববার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় বায়তুল্লাহ জিয়ারত করবেন, পরে মদিনায় যাবেন পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করবেন।
ওমরা পালন শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে গত বছরের মে মাসে ওমরা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ