ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


অগণতান্ত্রিক কাজের প্রতিবাদ করতে হবে: ঢাবি উপাচার্য


৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫২

যেকোনো ধরনের অগণতান্ত্রিক কাজের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান

সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে কালো দিবস স্মরণে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

২০০৭ সালে ২০ শে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উপর চড়াও হয় সেনাবাহিনী। এর প্রতিবাদে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তৎকালীন তত্ত্বধায়ক সরকার এই আন্দোলন দমনের জন্য ছয়টি বিভাগীয় শহরে কারফিউ জারি করে এবং প্রায় ৮২ হাজার ছাত্র-জনতার নামে মামালা করে। এ ঘটনার পর থেকে ২৩ আগস্টকে কালো দিবস হিসেবে পালন করে ঢাবি।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, খেলার মাঠের ঘটনা একটি পরিকল্পিত ঘটনা। এটি তৈরি করা ঘটনা ছিল । এখানে একটি অপপ্রয়াস ছিল ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব শক্তি হচ্ছে এই বিশ্ববিদ্যালয় নিয়মতান্ত্রিক উপায়ে মানবিকতার জয় নিয়ে আসে । আমাদের যেকোনো অগণতান্ত্রিক, স্বৈরশাসকের কাজের প্রতিবাদ করতে হবে ।

তিনি আরো বলেন, ২৩ শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গভীর রাতে চোখ বেধে ধরে নিয়ে যায় । এজন্য আমরা আগামী প্রজন্মের কাছে এই ঘটনা তুলে ধরার জন্য এই দিনটিকে বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে পালন করি ।

আখতারুজ্জামান বলেন, এই ঘটনা থেকে সবার শিক্ষা নিতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করলে তার ফল কী হয়।

ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, এই ঘটনায় গ্রেফতারকৃত শিক্ষকদের তখন ক্ষমা না চাইতেই রাষ্ট্রপতি তাদের ক্ষমা করে দিয়েছিল ।

তিনি আগামী নির্বাচন সম্পর্কে বলেন, আমরা কোনো ফ্যাসিজম চাইনা । নির্বাচন হবে । নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে । সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকার উন্নয়নের নেতৃত্ব দিবে ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ।

একেএ