ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পদ্মাসেতুর ৬০ ভাগ কাজ শেষ : প্রধানমন্ত্রী


১৫ অক্টোবর ২০১৮ ০০:২০

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলছে। ইতোমধ্যে পদ্মা সেতুর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় গোলচত্বরে সুধীসমাবেশের ভাষণে তিনি এমনটাই জানান।

তিনি বলেন, নিচে রেল ও ওপরে সেতু এমন একটি ডিজাইন তিনি অনুমোদন করেন। তখন বিশ্বব্যাংকসহ অনেকে এগিয়ে এসেছিল কাজটি করার জন্য। কিন্তু দেশের কিছু মানুষ আছে, যারা দেশের স্বার্থ দেখেন না।

সুধীসমাবেশের ভাষণ শেষে প্রধানমন্ত্রী বলেন, প্রথমে পদ্মাসেতুর কাজ আমি শুরু করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দেয়। পরে ফের ক্ষমতায় এসে কাজ শুরু করি। পদ্মাসেতুর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে, যা খুবই গৌরবের।

আরআইএস