ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রতিদিন দুই কোটি টাকার মাদক উদ্ধার


১৪ অক্টোবর ২০১৮ ২৩:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক বিরোধী অভিযান ঘোষাণার পর থেকে (৪ মে থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত ১৬২ দিনে ৩ হাজার ৭১৮ টি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩৬ কোটি ২০ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে র‌্যাব। এ অভিযানে মাদক সেবনকারী ও ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬ হাজার ৩৬৮ জন এবং র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় ৮৩ জন।

এ সময় তাদের কাছ থেকে ১৫.৫৫১ কেজি হেরোইন, ইয়াবা ট্যাবলেট ৫৫ লক্ষ ২৩ হাজার ৭৩৯ পিস, ফেন্সিডিল ৪৮ হাজার ৬২৬ বোতল, গাঁজা ২ হাজার ৩১৭.১৭০ কেজি, বিদেশি মদ ২৩ হাজার ৪৬৭ বোতল, দেশি মদ ১২ লক্ষ ৫৮ হাজার ০০৯.৯৭০ লিটার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৩৬ কোটি ২০ লক্ষ টাকা।

মাদক বিরোধী অভিযানে মোবাইল কোর্টের সাফল্য :
এই ১৬২ দিনে মাদক সংক্রান্ত বিষয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ হাজার ২২১টি, গ্রেফতার ৯ হাজার ২৫৫ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রাপ্ত আসামি ৭ হাজার ৯৭১ জন, অর্থদণ্ড প্রাপ্ত আসামি ১ হাজার ২৮৪ জন, জরিমানা অর্থের পরিমাণ ৪৯ লক্ষ ৭৭ হাজার ২২৫টাকা। এদের মধ্যে মাদক ব্যবাসায়ী ১ হাজার ২৮৪ জন আর মাদক সেবী ৭ হাজার ৯৭১ জন।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রাপ্তরা- ৪ হাজার ৮৯২ জনকে ৭ দিন, ১ হাজার ৪০৩ জনকে ১৫ দিন, ৬৪০ জনকে ১ মাস, ৩০১ জনকে ২ মাস, ১৫৫ জনকে ৩ মাস, ১৮ জনকে ৪ মাস, ৮ জনকে ৫ মাস, ৪৫৪ জনকে ৬ মাস, ৪ জনকে ৭ মাস, ১৯ জনকে ৯ মাস, ১ জনকে ১০ মাস, ৬৬ জনকে ১ বছর, ২ জনকে ১ বছর ৫ মাস, ১ জনকে ১ বছর ৬ মাস, ৫ জনকে ২ বছর কারাদ- দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠা হতে অদ্যাবধি পর্যন্ত মাদক বিরোধী আভিযানিক সাফল্য-
১৪ বছর ৬ মাস ১৮ দিনে র‌্যাবের সারাদেশে মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সাফল্যের বিষয় এক অবিস্মরণীয় ঘটনা। যা আজ পর্যন্ত মাদক সংক্রান্ত গ্রেপ্তার ৮২ হাজার ৬১০ জন।

এ সময় তাদের কাছ থেকে হেরোইন ৫১৭.১১০ কেজি, ফেন্সিডিল ৩১ লক্ষ ২৫ হাজার ৮৬ বোতল, ইয়াবা ট্যাবলেট ৩ কোটি ২ লক্ষ ১১ হাজার ৬৯৫ পিস, বিদেশি মদ ১ লক্ষ ৭১ হাজার ২৭৯ বোতল, দেশি মদ ৫৫ লক্ষ ৬২ হাজার ৩৪৫.৯০০ লিটার, গাঁজা ৭৮ হাজার ৪৩০.৫১৯ কেজি, বিয়ার ৪ লক্ষ ৫ হাজার ৪০০ ক্যান, কোকেন ২৯.৭৯৯ কেজি, আফিম ৩৩.৭৭৯ কেজি, ভায়াগ্রা ট্যাবলেট ৭৬ লক্ষ ৬৮ হাজার ৯৪৪টি, আইসপিল ট্যাবলেট ৫ হাজার ৯২টি, নেশা জাতীয় ইনজেকশন ৭৯ লক্ষ ৪৪ হাজার ৬৪৫টি, সেনেগ্রা ট্যাবলেট ২ লক্ষ ৮০ হাজার ৬০৯টি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ হাজার ৪ শত ৯৫ কোটি ৪৯ লক্ষ টাকা।

মাদক বিরোধী অভিযান আর কত দিন অব্যাহত থাকবে জানতে চাইলে এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের মিডিয়া কর্মকর্তা এএসপি মিজানুর রহমান মিজান জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পরে মাদক বিরোধী যে অভিযান শুরু হয়েছে তা নির্মল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমাদের এই অব্যাহত অভিযানে মাদক অনেকাংশে কমে গেছে এবং আশানুরূপভাবে মাদকের জোগান কমেছে। কিন্তু এখন ছোটখাটো যে মাদক কারবারি হচ্ছে তা খুব সতর্কভাবে। আগে যেমন যেখানে সেখানে মাদক পেত গ্রাহকরা এখন আর সেটা সম্ভব নয়।

এই অভিযানে বেশিরভাগই ধরা পড়ছে মাদক ডেলিভারি ম্যানেরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকছে ডিলার ও ব্যবসায়ীরা এ বিষয়ে জানতে চাইলে তিনি নতুন সময়ের প্রতিনিধিকে জানান, আজ হোক কাল হোক কেউই আমাদের এই অভিযান থেকে রেহাই পাবে না। সবাইকে আমরা আইনের আওতায় আনবো এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ায় আমরা অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশে ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গঠিত হয়। মানব পাচাররোধ, সন্ত্রাস ও মাদক দমনে ভূমিকা পালন করে র‌্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের মনেও আস্থার প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে। আর র‌্যাব তাদের মাদক বিরোধী অভিযানেই সীমাবদ্ধ না রেখে এখন প্রচারের মাধ্যমেও তারা সমাজ থেকে মাদক নিমূলে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর বিষয়গুলো নিয়ে কাজ করার জন্যই বিশেষ ভাবে র‌্যাবকে এলিট ফোর্স হিসেবেই গঠন করা হয়েছে। র‌্যাব গঠনের পর থেকেই জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী দমন, মাদকবিরোধী অভিযানসহ বড় বড় অপারেশন পরিচালনা করছে র‌্যাব। আর ধারাবাহিকভাবে এগুলো নিয়েই কাজ করতে হচ্ছে র‌্যাবকে।

আইএমটি