মাদক নির্মূল অভিযান চলবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শনিবার (১৩ অক্টোবর) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত র্যাবের ৩ সদস্যকে দেখতে এসে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অভিযান পরিচালনা করতে গিয়ে র্যাবের ৪ জন সদস্য আহত হয়েছে। এটা একটি দুর্ঘটনা। এর কারণে র্যাবের মনোবলে কোনো পরিবর্তন আসেনি। তারা যথেষ্ট চাঙ্গা রয়েছে এবং এ অভিযান অব্যাহত রাখবে।
কামাল বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতীক র্যাব। জঙ্গি এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। র্যাবকে জঙ্গি ও মাদক নির্মূল সহ যেখানেই দায়িত্বে দেয়া হয়েছে, সেখানে তারা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যেই হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছি। এদের মধ্যে নিহিত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী এবং বাকিদেরকে চিহ্নিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাবের ডিজি বেনজির আহমেদ, মিডিয়া কর্মকর্তা মুফতি হান্নান, মিজানুর রহমান মিজান।
এসএ