ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বোরকা পরে মা ইলিশ বিক্রি!


১৪ অক্টোবর ২০১৮ ০৩:১৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জেলেরা মা ইলিশ ধরছে এবং নদীর তীরেই সেগুলো পানির দামে বিক্রি করছেন। এছাড়া বোরকা পরে করে নারীরাও বিক্রি করছেন এসব মা ইলিশ। মুন্সীগঞ্জ ও তার আশেপাশে এলাকায় এক কেজি ইলিশ মিলছে ১০০ টাকায়।

স্থানীয়রা জানান, পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরা রীতিমত উৎসবে পরিণত হয়েছে। আর নদীর তীরেই বসছে ইলিশের হাট। সেখানে ইলিশ কেনাবেচার ধুম পড়েছে। ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি ইলিশ।

এছাড়া মেঘনা ও পদ্মা তীরবর্তী এলাকায় নানা কৌশলে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা হচ্ছে ইলিশ। মুন্সীগঞ্জের পদ্মানদী বেষ্টিত লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামে বস্তাভর্তি করে বিক্রি হচ্ছে এসব ইলিশ। ওই গ্রামের এক গৃহবধূ মাত্র ৫০০ টাকায় পাঁচ কেজি পরিমাণ ২৩টি ছোট-বড় ইলিশ কেনেন এক জেলের কাছ থেকে।

এছাড়া বোরকা পরে করে নারীদেরকেও এসব মা ইলিশ বিক্রি করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, আইনশৃংখলা বাহিনী দিনের বেলা অভিযান পরিচালনার কারণে জেলেরা রাতে মাছ শিকার করে। আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষার্থে পদ্মা নদীতে এই মৌসুমে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন সময় মাছ ও জালসহ জেলেদের আটক করে জরিমানা কিংবা কারাদণ্ড প্রদান করা হচ্ছে।

এসএ