ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কাল পদ্মা সেতুর নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী


১৪ অক্টোবর ২০১৮ ০১:০৫

পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে আগামীকাল রোববার মুন্সীগঞ্জের মাওয়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন মাদারীপুর ও শরীয়তপুরও সফর করবেন প্রধানমন্ত্রী।

সকালে পদ্মা সেতুর নামফলক উন্মোচন ও মাওয়ায় পদ্মা সেতুর রেলপ্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর রেলপ্রকল্পের নির্মাণকাজ এবং মূল ‍মাওয়া-কান্দিপাড়া-যশোলদিয়া এলাকায় ১৩০ মিটার নদী শাসনকাজ সংলগ্ন স্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধনসহ চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরের আগে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর খুঁটির উপর ষষ্ঠ স্প্যানটি বসানো হয়েছে। শুক্রবার সকালে ধূসর রংয়ের ‘১এফ’ নম্বরের ষষ্ঠ স্প্যানটি বসানো হয়। এখন মাওয়া প্রান্ত থেকে দেখা যাচ্ছে পদ্মা সেতু।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পদ্মাপাড়ের জেলাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তিন জেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার পাশের গোল চত্বরে জনসভার মঞ্চ তৈরি হয়েছে। নৌকার আদলে তৈরি করা এই মঞ্চ ঘিরে নিরাপত্তা বেষ্টনির প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী এই জনসভায় বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মাওয়ার দোগাছির পদ্মা সেতুর সার্ভিস এরিয়ার-১ এর মাঠে নামবেন। এরপর গাড়িতে চড়ে যাবেন সেতু এলাকায়। মাওয়া থেকে বিকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ নম্বর খুঁটিতে পাইল স্থাপনের কাজ শুরুর মধ্য দিয়ে মূল সেতুর কাজের উদ্বোধন করেছিলেন।

আরকেএইচ