ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


৬ দফা দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন


১৪ অক্টোবর ২০১৮ ০০:২৪

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চায় সম্পাদক পরিষদ। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষায় বর্তমান সংসদের শেষ অধিবেশনে এই আইনের বেশ কয়েকটি যথাযথভাবে সংশোধনের দাবি জানান তাঁরা।

শনিবার বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে ৬ দফা দাবি ঘোষণা করেন সম্পাদক পরিষদ। এই দাবিতে আগামী ১৫ অক্টোবর সোমবার বেলা ১১টায় সম্পাদক পরিষদের সদস্যরা মানববন্ধন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

সম্পাদক পরিষদ জানিয়েছে- সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে বর্তমান সংসদের শেষ অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা অবশ্যই যথাযথভাবে সংশোধন করতে হবে।

কোন আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে কোনও সংবাদমাধ্যম-প্রতিষ্ঠানে তল্লাশি চালানোর ক্ষেত্রে তাদের শুধু নির্দিষ্ট বিষয়বস্তু আটকে দেওয়ার অনুমতি দেওয়া যাবে। কোন কম্পিউটার ব্যবস্থা বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না। তারা তখন শুধু প্রকাশের বিষয়বস্তুটি আটকে দিতে পারবেন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদপ্রতিষ্ঠানের সম্পাদকের সঙ্গে আলোচনা করে কেন ওই বিষয়বস্তু আটকে দেওয়া উচিত, সে বিষয়ে যৌক্তিকতা প্রমাণ করতে পারবেন।

কোনও সংবাদ প্রতিষ্ঠানের কোনও কম্পিউটার ব্যবস্থা আটকে দেওয়া বা জব্দ করার ক্ষেত্রে অবশ্যই উচ্চ অদালতের আগাম নির্দেশ নিতে হবে।

সংবাদমাধ্যমের পেশাজীবীদের সাংবাদিকতার দায়িত্ব সংশ্লিষ্ট অপরাধের ব্যাপারে প্রথমেই আদালতে হাজির হওয়ার জন্য তাদের বিরুদ্ধে সমন জারি করতে হবে (যেমনটা বর্তমান আইনে আছে) এবং সংবাদমাধ্যমে কর্মরত পেশাজীবীদের কোনও অবস্থাতেই পরোয়ানা ছাড়া ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া আটক বা গ্রেফতার করা যাবে না।

সংবাদমাধ্যমের পেশাজীবীর দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা দায়েরের গ্রহণযোগ্যতা আছে কিনা তার প্রাথমিক তদন্ত প্রেস কাউন্সিলের মাধ্যমে করা উচিত। এই লক্ষ্যে প্রেস কাউন্সিলকে যথাযথভাবে শক্তিশালী করা যেতে পারে।
এই সরকারের পাস করা তথ্য অধিকার আইনকে দ্ব্যর্থহীনভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের ওপর প্রাধান্য দেওয়া উচিত। ওই আইনে নাগরিক ও সংবাদমাধ্যমের জন্য যেসব স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয়েছে, সেগুলোর সুরক্ষা অত্যাবশ্যক।

সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএমএন/আরকেএইচ