উত্তরখানে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৮

রাজধানীর উত্তরখানে একটি তৃতীয় তলার ভবনের নিচতলাতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৮জন দগ্ধ হয়েছেন।এদের মধ্যে এক শিশু ও চার নারী দগ্ধ হয়েছেন।
শনিবার ( ১৩ অক্টোকর) ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শিশু আব্দুল্লাহ, আঞ্জু, উর্নি,আফরোজা, পূর্ণিমা, আজিজুল, সাগর, ও ডাব্লিউ। এদের মধ্যে অধিকাংশই পোশাক শ্রমিক।চিকিৎসাধীন অবস্থায় আজিজুল (২৭) নামেরএক জনের মৃত্য হয়েছে ।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, গ্যাস লাইন লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ ৮জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
এসএমএন