না ফেরার দেশে চলে গেলেন ডিআরইউ সাবেক সভাপতি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও ভোরের ডাক এর বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন চলে গেলেন না ফেরার দেশে।
সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিক মোস্তাক হোসেন ডিআরইউ-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১০-১১ সালে। বহুল জাতীয় দৈনিক অাজকের কাগজে কাজ করতেন সাংবাদিক মোস্তাক হোসেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর ডিআরইউতে সাংবাদিক মোস্তাক হোসেনের মরদেহ আনা হবে। সেখানে জানাজা শেষে জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে ঢাকায় তাকে সমাহিত করা হবে।
আরআইএস