ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ট্রাক ধাক্কায় ‘পাঠাও’ চালকসহ আরোহী নিহত


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৭

রাজধানীর ব্যাস্ততম এলাকা মতিঝিলে ট্রাক ধাক্কায় ‘পাঠাও’ চালক রিপন শিকদার (৩২) ও আরোহী জানে আলম গাজী (৩০) নামে দুজন নিহত হয়েছেন। 
 
রোববার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিলের শিল্প ব্যাংকের সামনের এই দুর্ঘটনা ঘটে। 
 
‘পাঠাও’ এর টরসাইকলেটিকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে জানান, মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মামুন অর রশিদ। পরে নিহতদের লাশ দুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
তিনি আরও জানান, ট্রাক সনাক্তের জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব ট্রাক ড্রাইভারকে আইনের আওতায় এনে  বিচার করা হবে।
 
নিহতদের একজনের মোবাইলে রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন পাঠাও চালু করা ছিল। ধারণা করা হচ্ছে, চালক পাঠাও এর রাইড নিয়ে যাচ্ছিলেন।
 
আরআইএস