সিআইডি পেল পুলিশের পূর্ণাঙ্গ সাইবার ইউনিট

সিআইডি'র সাংগঠনিক কাঠামোতে ‘সাইবার পুলিশ সেন্টার’ গঠন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৩৪২ টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন সিআইডির সিনিয়র এএসপি শারমিন জান্নাত।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এসব তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি মুঠোফোনে নতুনসময়কে আরো জানান, এর মধ্যে স্থায়ী ভাবে ৩০টি ক্যাডার পদ ও ৩১২টি অস্থায়ী পদসহ এই প্রজ্ঞাপনে ৪২টি যানবাহন দেওয়ার নির্দেশ জারি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর মধ্যে থাকছে, ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি দুইজন, এসপি (পুলিশ সুপার? ৩ জন, অতিরিক্ত এসপি (পুলিশ সুপার) ৬ জন, এএসপি ১৮ জন, ইনস্পেক্টর ৪৫ জন, এসআই ১৪০ জন, এএসআই ৩০ জন, কনস্টেবল ৭৫ জন, সর্বমোট ৩২০ জন। এবং প্রশাসনিক কর্মকর্তা, সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, মেইন্টেইন্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার অপারেটর সহ অন্যান্য ২০ জন।
সাইবার পুলিশ সেন্টার গঠনের জন্য যে, যানবাহন দেয়া হয়। এর মধ্যে জিভ ১২ টি, পিকাআপ ১৪ টি, মাইক্রোবাস একটি, বড় বাস একটি, মিনিবাস একটি, মোটরসাইকেল ২০ টি সর্বমোট ৪২ যানবাহন সরবরাহ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এমএ