ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ইভিএম নিয়ে উৎকণ্ঠা অস্বাভাবিক নয়: সিইসি


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলোর মধ্যে উৎকণ্ঠা থাকা অস্বাভাবিক নয়। এটি ব্যবহারের উপকারিতা তাদের জানাতে পারলে এ সঙ্কা থাকতো না । পর্যায়ক্রমেখুব তড়াতাড়ি তাদের জাননো হবে।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ভবনের সম্মেলন কক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

ইভিএম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের প্রসঙ্গে বলেন এটি নিয়ে আরো চিন্তা করতে হবে, যদি আইনের জটিলতা কাটিয়ে ওঠে, সঠিক সময়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া যায় এবং সব মহলে এর গ্রহণযোগ্যতা পাওয়া উপর নির্ভর করবে।

তিনি মনে করেন, যে কোনো নতুন আবিষ্কার বা প্রযুক্তির সম্পর্কে জানার উৎকণ্ঠা থাকবে এটাই স্বাভাবিক।

তিনি আরো বলেন, ম্যানুয়াল পদ্ধতির চেয়ে ইভিএম অধিকত্বর সহজ হবে। ম্যানুয়ালে হাজার রকমের জিনিসপত্রের প্রয়োজন হয়।ব্যালট পেপার সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছানো, ছিনতায়ের ভয় নিয়ে চিন্তায় থাকতে হয়।

প্রযুক্তির ব্যবহার হলে এসব জিনিসপত্রের প্রয়োজন হবে না। সেই সাথে ব্যায়ও কমবে।

ইভিএম কেনার বিষয়ে কোনো তহবিল থাকবে না। এটা অর্থমন্ত্রণালয় ও সরকারের দেখবে। এ বিষয়ে চিঠি দিয়ে ও অর্থমন্ত্রণালকে জানানো হয়েছে।

এসএমএন