জনগণের কাছে এরশাদের বার্তা পৌঁছে দিচ্ছেন আবদুস সবুর আসুদ

ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ। প্রতিনিয়ত সভা-সমাবেশের মাধ্যমে জনসংযোগ করছেন এবং জনগণের কাছে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বার্তা পৌছায়ে দিচ্ছেন।
আসুদ বলেন, আমি ঢাকা-৫ আসনের মানুষের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বার্তা পৌঁছে দিচ্ছি। তার নেতৃত্বাধীন সময়ে বাংলাদেশের উন্নয়ন ও সফলতার কথা তুলে ধরছি। একই সঙ্গে জাতীয় পার্টিকে পুনরায় ক্ষমতায় এনে দেশের মানুষের উন্নয়নের সুযোগ করে দেওয়ার জন্য আমার এলাকার জনগণকে বলছি।
তিনি বলেন, আমি দেখেছি আমার এলাকার মানুষের জাতীয় পার্টি তথা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি ভীষণ আগ্রহ। তাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই কাজ করে যাচ্ছি। এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হলে হুসেইন মুহম্মদ এরশাদের একজন প্রতিনিধি হিসেবে উন্নয়নের মাধ্যমে এলাকার চিত্র বদলাতে ভূমিকা রাখবো। একজন জনপ্রতিনিধির নিকট থেকে মানুষ যা প্রত্যাশা করে তার সবই করবো।
জাতীয় পার্টির এই নেতা বলেন, এরশাদের শাসনামল মানেই উন্নয়ন। দেশের সর্বশ্রেণীর মানুষের কথা ভেবেই রাজনীতি করেন তিনি। মানুষের মধ্যে এই বিশ্বাস আছে বলেই জাতীয় পার্টি এবার ক্ষমতায় আসবে।
চলতি মাসের ২০ তারিখ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে কী বার্তা থাকবে এমন প্রশ্নের জবাবে আবদুস সবুর আসুদ বলেন, এই সমাবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। সেখানে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী দিনে আমাদের করনীয় কি সে নির্দেশনা দিবেন। এছাড়া নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাবনার নানা ইঙ্গিত দিবেন।
জাপা ৩০০ আসনে প্রার্থীতা দিবে না ও আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থাকবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বলার এখতিয়ার একমাত্র আমাদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। ইতোমধ্যে তিনি বলেছেন যে, বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে। সে প্রস্তুতিও দলে রয়েছে।
আইএমটি