রায় শোনার পর বাবর যা বললেন

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালতে দাঁড়িয়ে বাবর বলেন, 'তাহাজ্জতের নামায পড়ে আল্লাহর কাছে ২১ আগস্ট হামলার বিচার চেয়েছিলাম। কারণ এটা একটা ঘৃণ্য অপরাধ। তাই এর সঠিক বিচার চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে সাজা দেয়া হয়েছে।'
তিনি আরো বলেন, 'এই হামলায় আমি কোনোভাবেই জড়িত না। মিথ্যা মামলায় আমাকে সাজা দেয়া হয়েছে। এটা রাজনৈতিক। হামলার ঘটনায় তারেক জিয়া ও খালেদা জিয়া জড়িত বিষয়ে স্বীকারোক্তি না দেওয়ায় আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমি জড়িত কিনা আল্লাহ জানেন।'
আরকেএইচ