ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


১৪ কেজি স্বর্ণের বারসহ আটক ৬


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২২

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৬ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বারসহ ৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৩)। র‌্যাবের দাবি এই ছয় যাত্রী স্বর্ণ চোরাকারবারী।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী চাটখালার আব্বাস আলীর ছেলে জামাল হোসেন (২২), ঝিনাইদহ মহেশপুরের সাজু মিয়ার ছেলে তানভীর আহম্মেদ (২৫), শরীয়াতপুর পালংয়ের রফিকুল্লাহ শরীফের ছেলে রাজু হোসেন (২৩), চট্টগ্রামের আবুল বাশারের ছেলে আবুল হাসান (৩৫), ঝিনাইদহ মহেশপুরের সাজু মিয়ার ছেলে রাজু আহম্মেদ (৩০), ঝালকাঠি কাঠালিয়ার সাইদুর রহমানের ছেলে আলাউদ্দিন (৩২)।
 
সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারি পরিচালক এ এসপি মিজানুর রহমান জানিয়েছেন নরসিংদীর পাঁচদোনা এলাকায় বাসটি থামিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। ১২০ টি স্বর্ণের বারের মোট ওজন ১৪ কেজি এবং এগুলোর আনুমানিক দাম ছয় কোটি টাকা।
 
চোরাচালানকারী চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-৩ এর একটি বিশেষ টিম গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে বলে জানা যায় র‌্যাব কার্যালয় সূত্রে । 
 
আরও জানা যায়,ধারাবাহিকতায় স্বর্ণ চোরাচালানকারী চক্রের কিছু সদস্য অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সিলেট থেকে ঢাকার উদ্দেশে সুকৌশলে স্বর্ণ বহন করে নিয়ে যাচ্ছে-এমন সংবাদে র‌্যাব-৩ পাঁচদোনা এলাকায় চেকপোস্ট বসায়। ওই সময় এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে কোমরে রক্ষিত প্যান্টের গোপন পকেট থেকে ৬০টি স্বর্ণের বারসহ জামাল, তানভীর ও রাজু হোসেনকে আটক করা হয়।
 
একই দিনে ওই রুটে গ্রীন লাইন পরিবহনের আরেকটি বাসে তল্লাশি চালিয়ে ৬০টি স্বর্ণের বারসহ আবুল হাসান, রাজু ও আলাউদ্দিনকে আটক করা হয়। উদ্ধারকৃত প্রত্যেক স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম করে।
 
আটককৃতরা চোরাচালানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ওই 
 
উল্লেখ্য, এনা পরিবন থেকে আটককৃত তিনজন হলো, জামাল হোসেন, তানভীর আহম্মেদ, রাজু হোসেন। আর গ্রীন লাইন পরিবহন থেকে আটককৃত তিনজন হলো, আবুল হাসান, রাজু আহম্মেদ, আলাউদ্দিন‌। এদের মধ্যে রাজু আহমেদ এবং তানভীর আহমেদ সহোদর ভাই। আর এনা পরিবহন টিমের নেতৃত্বে ছিল তানভীর আহমেদ এবং গ্রীন লাইন পরিবহন নেতৃত্বে ছিল আলাউদ্দিন।
 
আরঅাইএস