ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


না ফেরার দেশে ‘একাত্তরের জননী’ রমা চৌধুরী


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৪

‘একাত্তরের মা-জননী কোথায় তোমার মুক্তিসেনার দল,
তোমার ভয় নেই মা, আমরা শত্রু এলে অস্ত্র ধরতে জানি।’

‘একাত্তরের জননী’ খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী পৃথিবী ছেড়ে চলে গেছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিষয়টি নতুন সময়কে নিশ্চিত করেছেন রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দীন খোকন।

তিনি জানান, রোববার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু চেষ্টা বিফলে গেল। ভোর ৪টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালীতে তাঁর জন্ম । প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ৪ ছেলে নিয়ে ছিল তার সংসার।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালিন সময় পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে চরম ভাবে নির্যতিত হন রমা চৌধুরী।এ সময়ে নিজের সম্ভ্রম আর দুই ছেলেকে হারান তিনি।

 

পুড়িয়ে দেওয়া হয় তার ঘর-বাড়ি। তবু জীবনযুদ্ধে হার মানেননি এ বীরাঙ্গনা। শুরু করেন নতুনভাবে পথচলা। লিখে ফেলেন ‘একাত্তরের জননী’ ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’ এবং ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’ সহ ১৮টি বই। এসব বই বিক্রি করেই চলতো তার সংসার।

কোমরের আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে এ বছরের ১৫ জানুয়ারি ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে রমা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বন্দর নগরী চট্টগ্রামে। তার জন্য শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসএমএন