ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


আবারো পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরেরা


৯ অক্টোবর ২০১৮ ২১:৫১

শতভাগ পেনশন উত্তোলন করা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পুনরায় পেনশনের আওতায় আনার বিষয়টি অনুমোদন করেছে সরকার। অবসর নেয়া সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আদেশ জারি করেছে অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর অবসরের বয়স কমপক্ষে ১৫ বছর কেবল তারাই পুনরায় এ পেনশন সুবিধার আওতায় আসবেন।
নিয়মিত পেনশনারদের মতো শতভাগ পেনশন সমর্পণকারী অবসরভোগীদের ন্যূনতম মাসিক পেনশন হবে ৩ হাজার টাকা। ২০১৭ সালের ১ জুলাই থেকে এ নিয়ম কার্যকর হবে। প্রতিবছর ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট হবে।

সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এ সুবিধার আওতায় আসবেন প্রায় ২০ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী। এ জন্য পেনশন খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১৪৫ কোটি টাকা। দেশে প্রথমবারের মতো এ ধরনের সুবিধা ভোগ করতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

১৯৯৪ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ পেনশন নেয়ার বিধান চালু করা হয়। ২০১৭ সালের ৩০ জুন ওই পদ্ধতি বাতিল করে ওই বছরের ১ জুলাই থেকে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের বিধান চালু করা হয়।

আরকেএইচ