ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: শেখ হাসিনা


৩ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই। দেশের জনগণ সঙ্গে থাকলে নির্বাচন হবে।

রোববার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন। সে কারণে এ দেশের মানুষের জন্য কাজ এবং উন্নয়ন করা দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন চাইলে জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। যদি আবার আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে এ দেশের উন্নয়ন অব্যাহত রাখব। দেশের মানুষ উন্নত জীবন পাবে।

তিনি আরও বলেন, আমরা যদি ক্ষমতায় না আসতে পারি তাহলে যারা এতিমের টাকা মেরে খেয়েছে তারা আবার ক্ষমতায় আসবে। তারা আবার দেশের সম্পদ লুটপাট করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন।

একেএ