ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


গুজব সন্ত্রাসের বিরুদ্ধে ডিজিটাল আইন


৯ অক্টোবর ২০১৮ ০৬:১৫

‘নির্বাচন সামনে রেখে একদলীয় শাসন কায়েম করতেই ডিজিটাল নিরাপত্তা আইন’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়েছে গুজব সন্ত্রাসের বিরুদ্ধে। সেই ডিজিটাল নিরাপত্তা আইন দুষ্টকে দমনের জন্য, শিষ্টকে পালনের জন্য ।

সোমবার ( ৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে শিল্প ও বানিজ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল ক্রাইমের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না? আপনার দেখছেন সড়ক আন্দোলনের নামে যে ভয়াবহ গুজব ছড়ানো হয়েছে। এসব গুজব বন্ধ করতে এ আইন।

জাতীয় ঐক্য প্রক্রিয়া নেতাদের সঙ্গে নিরপেক্ষ সরকারের দাবিতে একমত হয়েছে বিএনপি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি ও তেল একসাথে মিশেনা। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। যতোই আন্দোলনের কথা বলেন কোন কাজ হবে না। যারা দশ বছরে দশ দিনও আন্দোলন করতে পারে না। আর কোনো দিন আন্দোলনে হবে না। ২০২০ সালে আন্দোলনের চিন্তা ভাবনা করেন।

শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা শ্রমিক বান্ধব সরকার। পরিবহন আইনটি মাত্র হয়েছে। তবে বিধি প্রণয়ন করে আপনাদের দাবি গুলোর কথা মাথায় রেখে সমাধান করার চেষ্টা করবো।

খালেদা জিয়া ২১ শে আগস্ট শেখ হাসিনা কে কে মারতে চেয়েছিলেন তারপরও খালেদা জিয়ার পুত্র মারা গেলে শেখ হাসিনা তাকে সান্তনা দিতে গিয়েছিলাম। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আচ্ছন্নতা আছে আবিষ্টতা আছে যা বিএনপির নাই।

মির্জা ফখরুলের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিনা পয়সায় সাবমেরিন কেবল না নিয়ে দেশকে কেন পিছিয়ে দিয়েছিলেন? আপনারা করবেন দেশ উন্নয়ন। বিএনপি হাতে দেশ কখনো নিরাপদ নয়।

জিয়ার রায়ের ৮ দিন আগে বিএনপির কেন তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছিল। আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল, দেউলিয়া দল উন্মাদ দল বিএনপি । এই দলের হাতে দেশ, আইনের শাসন নিরাপদ নয়।

আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ সদস্যসচিব ও আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

এসএ