ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


তরুণ প্রজন্মের কাছে কৃতজ্ঞ: বি চৌধুরী


৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৯

সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তরুণ প্রজন্মের কাছে আমরা কৃতজ্ঞ। যে ভাষায় দেশকে ভালোবাসতে হবে, আমজনতার সঙ্গে থাকতে হবে- সেটা তরুণ প্রজন্ম শিখিয়ে দিয়েছে আমাদের। তোমরা ভবিষ্যতেও আমাদের পথ দেখিও।

রোববার (২ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে প্রজন্ম বাংলাদেশ-এর ‘যুব প্রচার অভিযান’ প্ল্যান-বি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, তোমরা বলেছো উই ওয়ান্ট জাস্টিস। সারা বাংলাদেশ বলেছে উই ওয়ান্ট জাস্টিস।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশের ভবিষ্যৎ এই তরুণ প্রজন্মের হাতেই।

তিনি আরও বলেন, বয়স এখানে কোনো বিষয় নয়। কোন বয়সে আমরা মাকে মা বলব, দেশকে দেশ বলব, অধিকারকে অধিকার বলব? বিষয় হচ্ছে অধিকার আদায়ে এগিয়ে আসা। পথ দেখানো। তরুণরা আমাদের সেই পথ দেখিয়েছে।

এ অনুষ্ঠানে প্রজন্ম বাংলাদেশ-এর প্রধান মাহী বি. চৌধুরী প্ল্যান-বি কর্মসূচি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

একেএ