২১ আগস্ট পৃথিবীর ইতিহাসে জঘন্য হত্যাকান্ড

একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ডের একটি। ঘাতকরা ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে থেমে থাকেনি।
তারা একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
সোমবার (০৮ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ শে আগস্টের রায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করি বাংলাদেশ অনলাইন এক্টিভিটিস ফোরাম (বোয়াফ)।
তিনি বলেন, সেদিন হত্যাকাণ্ডের মূল হোতা ছিল খালেদা জিয়াসহ তার সহচররা। তারা যদি সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারত। তাহলে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র কায়েম করত।
শামসুদ্দীন বলেন, মামলার চার্জশিটে খালেদা জিয়ার নাম এসেছে। তাই তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, মামলার সাক্ষীদের সাক্ষ্য থেকে বুঝতে পেরেছি কারা শাস্তি পেতে যাচ্ছে। কারণ কারা এ মামলার সাথে জড়িত তা সাক্ষ্য থেকেই স্পষ্ট হয়ে গেছে।
বাংলাদেশ অনলাইন এক্টিভিটিস ফোরাম বোয়াফ এর সভাপতি কবীর চৌধুরী তন্ময় মানববন্ধনের সভাপতির বক্তব্যে বলেন বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার বিচারকার্য দীর্ঘ সময় না হলেও আজ আমরা সেই বিচারের রায়ের কাছাকাছি চলে এসেছি। এ সময় আমাদের জোর দাবী হচ্ছে। এ মামলার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, বাকশালের মহাসচিব কাজী জহিরুল কাইয়ুম, সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক প্রিন্স, বোয়াফের সাংগঠনিক সম্পাদক সাহিক লালন টিটু, মাঝারুল ইসলাম জুয়েল প্রমুখ।
আরআইএস