ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ


৮ অক্টোবর ২০১৮ ০৮:১০

ঝিনাইদহ সদরের ভোমড়াডাঙ্গা থেকে ১ হাজার ৯ শত বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সেসময় একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা চাদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

র‌্যাব-৬ এ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, যশোরের চৌগাছা সীমান্ত থেকে একটি মালবাহী ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব চেক পোস্ট বসায়। গাড়ি তল্লাসীকালে রোববার (৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে জেলা সদরের ভোমড়াডাঙ্গা থেকে একটি ট্রাক আটক করা হয়।

আটককৃত ট্রাকের মালামালের ভেতর বিশেষভাবে লোকানো ১ হাজার ৯ শত বোতল ফেন্সিডিল উদ্দার করা হয়। এসময় সিরাজুলল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়। সিরাজুল ইসলাম দীর্ঘদিন থেকে সীমান্তের ওপার থেকে ভারতীয় ফেন্সিডিল এনে ঢাকায় বিক্রি করে আসছিল। তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।ৎ

 

এমএ