তেজগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালেক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব-২ এর লিগ্যাল এন্ড মিডিয়া উইং শাখার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম মালিক (০৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কারওয়ান বাজারের টিসিবি ভবনের পূর্ব পার্শ্বের একটি স'মিলের সামনে থেকে শনিবার (০৬ অক্টোবর) রাতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মালেক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে, ডিনারসেটের কার্টুনের ভিতরে আলাদা চেম্বার করে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেটের চালানের কথা স্বীকার করে।
তার দেয়া তথ্য মতে ডিনারসেটের কার্টুনের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্য সে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট (নিষিদ্ধ মাদক) রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। ইতোপূর্বেও বেশ কয়েকটি ইয়াবার চালান সফলতার সহিত সরবরাহ করেছে বলে জানায়।
জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে অতি লাভের আশায়, রাতারাতি ধনী হবার নেশায়, নিজেদেরকে নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
এনএএইচ/এমএ