ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


দখলমুক্ত হবে আনিসুল হক সড়ক


৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:১১

দেশব্যাপী আলোড়ন সৃস্টির মাধ্যমে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জায়গা দখলমুক্ত করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল। তবে তার মৃত্যুর পর আবারো পুরনো চেহারায় ফিরেছে ওই স্থানটি।

রোববার সড়কটি দখলমুক্ত করতে ডিএনসিসির প্যানেল মেয়র ও কর্মকর্তারা সাতরাস্তা ও তেজগাঁও-এ ‘মেয়র আনিসুল হক সড়ক’ পরিদর্শনে যান।

প্রায় দশ মাস দখলে থাকার পর আবারো ‌‍‘মেয়র আনিসুল হক সড়ক’ দখলমুক্ত করার আশা দিয়েছে ডিএনসিসি। ট্রাক মালিক-শ্রমিক সংশ্লিষ্ট সংগঠনগুলোও প্রতিশ্রুতি দিয়েছে। পরে মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে একটি সভাও করেন তারা।

তেজগাও কেন্দ্রীক আশপাশের এলাকার যানজটের একটি অন্যতম কারণ এই ট্রাক স্ট্যান্ড। তাই এটিকে দখলমুক্ত করতে ২০১৫ সালের ২৯ নভেম্বর অভিযানে গিয়েছিলো ডিএনসিসি। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে সড়কটিকে দখলমুক্ত করেছিলেন প্রায়াত আনিসুল হক। কিন্তু গত বছর তার মৃত্যুর কয়েকদিন পরই সড়কটি আবারো দখলে চলে যায়। গেল প্রায় ৯-১০ মাস যাবত সড়কটি দখলেই ছিলো।

বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, মেয়র আনিসুল হক সড়ক যে কোনো মূল্যে দখলমুক্ত রেখে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। জনগণের ও উন্নয়নের স্বার্থে আনিসুল হক এই সড়কটি ট্রাক-কাভার্ডভ্যান মুক্ত করেছিলেন। ভবিষতেও ডিএনসিসি এই সড়কটি জনগণের চলাচলের জন্য দখলমুক্ত রাখবে।

ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি তালুকদার মোঃ মনির বলেন, কোনো ট্রাক বা কাভার্ডভ্যান এই সড়কে রাখা হলে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে।

সড়কটি দখলমুক্ত রাখতে ট্রাক কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

সভায় ডিএনসিসিরি ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, শফিউল্লাহ, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের সভাপতি মকবুল আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একেএ