ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ড্রাইভার নিহত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মোঃ মফিজুল ইসলাম (২৮) নামে এক মাইক্রোবাসের ড্রাইভার নিহত হয়েছেন। রোববার (২ সেপ্টেম্বর) ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মফিজুল ইসলাম মাগুরা সদরের বোদের পাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি ঢাকার মেরাদিয়া বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রেলওয়ে থানার এএসআই মোঃ বিল্লাল হোসেন তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসেন।
তিনি জানান, বিমানবন্দরগামী ইশাখাঁ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মো. মিন্টু জানান, বিল্লাল হোসেন মাইক্রোবাস মেরামত করানোর জন্য মগবাজার রেলগেট এলাকায় যায়। মাইক্রোবাস মগবাজারে রেখে চা খাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ঢাকা হতে বিমানবন্দরগামী ট্রেনে কাটা পড়েন তিনি।
একেএ