রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল পুলিশের

রাজধানীর মিরপুরে বাসচাপায় প্রাণ গেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমারের। রোববার (২ সেপ্টেম্বর) বিকালে তার নিজ কর্মস্থল রূপনগর থানায় যাওয়ার পথে বাস চাপায় তিনি নিহত হন।
মিরপুরের রাইন খোলা এলাকার কমার্স কলেজের সামনে ঈগল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নিয়েছে। তিনি পরিবার নিয়ে মিরপুর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের বলেন, মোটরসাইকেল যোগে বিকালে কর্মস্থলে আসছিলেন উত্তম। কমার্স কলেজের সামনে ঈগল পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মিরপুর জোনের এডিসি রুহুল আমিন বলেন, ‘অফিসের কাজে এসআই উত্তম মোটরসাইকেলে গাবতলীতে গিয়েছিলেন। সেখান থেকে বিকাল চারটার দিকে অফিসে ফেরার পথে বেপরোয়া গতির একটি বাস তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতলে মর্গে রাখা হয়েছে।’
এমএ