ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ওয়ারেন্টভুক্ত দুই আসামি আটক


৭ অক্টোবর ২০১৮ ০৫:৫৮

যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

শনিবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহ্সান হক, এসআই মতিয়ার এবং এএসআই আলমগীর এর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়।

আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া উত্তর পাড়ার আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম(৩০), অপর জন ছোট আঁচড়া গ্রামের জালাল খাঁর ছেলে মতিয়ার রহমান(৪০)। এই দুই আসামি দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয় বেনাপোল পোর্ট থানার পুলিশ।

এসআই কাজী এহ্সান হক বলেন, আসামি দুই জন এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।

এমএ