ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট ও বনানী রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন।
রোববার (২সেপ্টেম্বর) সকাল ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরনের ছিল লাল ও নীল রঙের চেক শার্ট এবং কালো রঙের প্যান্ট।
রেলওয়ে থানার এএসআই রবিউল্লাহ জানান, রেললাইন ধরে হাঁটার সময় সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্হলেই নিহত হন। পরে বেলা ১১টায় অজ্ঞাত ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
একেএ