ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সৌদি ফেরত শ্রমিকদের আক্ষেপ


৬ অক্টোবর ২০১৮ ০৯:৫৫

লাখ টাকা খরচ করে দিন বদলের আশায় বিদেশ পাড়ি জমান দেশের সাধারণ মানুষেরা। তাদের স্বপ্নকে পুঁজি করে বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একদল প্রতারক। ‘ফ্রি ভিসায় কাজের অভাব নেই’ এমন স্বপ্ন দেখিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে পাঠানো হয় সহজ-সরল মানুষগুলোকে। তাদের এও বলা হয় দিনের বেলা কম বেতনের কাজ হলেও অন্য সময়ে বাইরে কাজ করে অতিরিক্ত টাকা আয় করা যায় সেখানে।

সে দেশে গিয়ে চাকরিপ্রত্যাশীরা দেখতে পান সম্পূর্ণ ভিন্ন চিত্র কাজের জন্য আবারও টাকা খরচ করে অনুমতিপত্র নিতে হয়, এতেও চলে যায় কয়েক লাখ টাকা! কিন্তু সেই অনুমতিপত্র দিয়ে বাইরে অন্য কোথাও কাজ করা যায় না।

দেশে ফিরে প্রবাসী শ্রমিকরা এভাবেই তাদের হতাশা এবং ক্ষোভের কথা জানান। সম্প্রতি সৌদি আরবে ধরপাকড়ের কবলে পড়ে গণহারে দেশে ফিরে আসছেন পুরুষ শ্রমিকরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার ( ৩ অক্টোবর ) দেশে ফিরেছেন ১৪৪ জন, বৃহস্পতিবার (৪ অক্টোবর) মধ্যরাতে এসেছেন আরও ১৭০ জন এবং শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে ফিরেছেন প্রায় ১৫০ জন শ্রমজীবী পুরুষ। শুক্রবার ফিরে আসা ব্যক্তিদের মধ্যে মাত্র ১১৭ জন প্রবাসী কল্যাণ ডেস্কে নিবন্ধন করেছে বলে জানা যায়। এছাড়া, আরও বিভিন্ন ফ্লাইটে দেশে ফিরে আসছেন কত জন তার সঠিক কোনও হিসাব পাওয়া যায়নি।

দেশে ফিরে তাদের সবারই একই অভিযোগ, সৌদি সরকার তাদের ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। কেউই নিজের পক্ষে কোনও সাফাই গাওয়ার সুযোগ পান না। রাস্তা থেকে ধরে ধরে পুলিশ ডিপোর্ট সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। শুক্রবার দুপুরে দেশে ফিরে দুঃখের কথা বলতে গিয়ে বিমানবন্দরে বসে কেঁদে ফেলেন জুবায়ের আহমেদ। দেশে ফিরে এসে এখন তার একটাই চিন্তা, যে ছয় লাখ টাকা খরচ করে তিনি গেলেন, সেই টাকা কিভাবে তুলবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে দেশটির সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তে বিপাকে পড়েছে সেদেশে অবস্থানরত বিদেশি শ্রমিকরা। সৌদি সরকার ১২টি সেক্টরকে সৌদিকরণ করার ঘোষণায় গত ১৫ মাসে ৭ লাখ ২০০ জন প্রবাসী শ্রমিক সেদেশ ছেড়ে চলে গেছেন।

এসএ