ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


সতর্ক থাকুন আবারও আক্রমণ আসতে পারে: কাদের


২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি হেরে যাওয়ার ভয়ে আবারও সনাতন ধর্মালম্বীদের উপর আক্রমণ করতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেন, সতর্ক থাকুন।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পলাশী মোড়ে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবাইকে শ্রী কৃষ্ণের চেতনা ধারণ করে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বিজয় অর্জনের শপথ নিতে হবে।

শেখ হাসিনা এ দেশে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে আপনজন জানিয়ে সনাতন ধর্মালম্বীদের উদ্দেশে কাদের বলেন, বাংলাদেশের সনাতন ধর্মালম্বী যারা আছেন আপনাদের মনে রাখতে হবে, আপনাদের জন্য সংখ্যালঘু বান্ধব সরকার একমাত্র শেখ হাসিনা সরকার। আপনাদের বন্ধু আপনাদের আপনজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের উপর নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, আপনাদের কি ২০০১ সালের কথা মনে আছে? ২০০১ সালে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে বিভিষিকা আর অন্ধকার নেমে আসে।

সনাতন ধর্মালম্বীরা সারা বাংলায় নিপীড়িত হয়, নির্যাতিত হয়, ধর্ষিত হয়। ফাহিমা-পূর্ণিমা এদের কথা কি আপনাদের মনে আছে? কত হিন্দু রমণীকে পৈশাচিকভাবে ধর্ষন করেছে ওই বর্বর শক্তি। কত হিন্দু বাড়িঘর হারিয়েছে। নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

মনে আছে আপনাদের সেই নির্যাতনের কথা? এবার যদি সেই অপশক্তি আবার ক্ষমতায় আসতে পারে ২০০১ সালের চেয়েও ভয়াবহ রক্তাক্ত সময় আপনাদের জন্য ঘনিয়ে আসবে। এটা যারা বিশ্বাস করেন এই অপশক্তিকে পরাজিত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। যদি আপনারা আপনাদের অাত্মমর্যাদা, আপনাদের সম্মান, এই দেশে আপনাদের অধিকার রক্ষা করতে চান শেখ হাসিনার নেতৃত্বে ওই অশুভ শক্তিকে পরাজিত করার শপথ আপনাদেরকে নিতে হবে।

নির্বাচনকে সামনে রেখে আবারও হিন্দুদের উপর আক্রমণ হতে পারে বলে জানিয়ে কাদের বলেন, সতর্ক থাকবেন, সেই অপশক্তি নির্বাচনে হেরে যাবে এই ভয়ে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে সংখ্যালঘু আপনাদের উপর নির্যাতন চালাতে পারে, দুর্বল ভেবে আপনাদের উপর আঘাত আনতে পারে। ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক বিরাজমান সেই সুসম্পর্ক বিনষ্ট চক্রান্ত করবে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক আমাদের বজায় রাখতে হবে।

জাতীয় ঐক্যের নামে বিএনপি সাম্প্রদায়িক মেরুকরণ করছে বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা মনে রাখবেন এই দেশে দুই ধরণের শত্রু আছে, একটি গোপন শত্রু , আরেকটি প্রকাশ্য শত্রু । আমরা প্রকাশ্য শত্রু থেকে গোপন শত্রুকে বেশি ভয় পাই। এখন ছদ্মবেশী গোপন শত্রুরা তৎপর। এদেরকে রুখতে হবে। এদরেকে প্রতিরোধ করতে হবে।

জাতীয় ঐক্যের নামে বিএনপি সাম্প্রদায়িক মেরুকরণ করার ডাক দিয়েছে। এই ফাঁদে আপনারা পা দিবেন না। এটা জাতীয় ঐক্য না এটা সাম্প্রদায়িক মেরুকরণ।

আয়োজক সংগঠনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাজী সেলিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

একেএ