ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


চাঞ্চল্যকর পিয়াস হত্যা মামলার আসামি ধরলো সিআইডি


৬ অক্টোবর ২০১৮ ০৮:২৩

শুক্রবার(৫ অক্টোবর) সিআইডি’র এসআই প্রীতেশ তালুকদার জেলার বারহাট্টা থানার চাঞ্চল্যকর স্কুল ছাত্র পিয়াস হত্যা মামলার অন্যতম আসামি নাজমুল(২৩)কে ইট ক্রেতা সেজে গ্রেপ্তার করে।

সিআইডি সূত্রে জানা যায়, সিআইডির বিশেষ পুলিশ সুপার (অপঃ ময়মনসিংহ) এর নির্দেশে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (অপঃ ময়মনসিংহ) জনাব খন্দকার ছাইদ আহম্মদের তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দুর্গম অঞ্চলে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন সিআইডি নেত্রকোণা জেলার এস আই প্রীতেশ তালুকদার।

অভিযান পরিচালনা কালে ইট ক্রেতা সেজে রফিক মিয়ার সোনালি ইটখোলা হতে আসামি নাজমুলকে গ্রেপ্তার করে নেত্রকোণা নিয়ে আসা হয়। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন রামপুর গ্রামের আ. গফুর এর পুত্র এবং আলোচিত পিয়াস হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

 

এমএ